নিজস্ব প্রতিবেদন: সপ্তাহের শেষদিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক অন্যদিকে ডায়মন্ড হারবার সভা করার অনুমতি পেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মতই শনিবার ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে রওনা দিলেন শুভেন্দু। কিন্তু তার আগেই তীব্র উত্তেজনা তৈরী হয়েছে এলাকায়। তবে সেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সঙ্গে তীব্র বচসা বাঁধে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। এছাড়াও বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।