25 C
Kolkata

‘চুলের মুঠি ধরে রোহিঙ্গাদের ওপারে পাঠাতে হবে’

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশে দুর্গাপুজোর মণ্ডপ ভাঙচুর এবং হিংসার ঘটনার প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে আজ একটি পদযাত্রার আয়োজন করা হয়। নন্দীগ্রামের হরিপুর থেকে টেঙ্গুয়া পর্যন্ত এই মহা পদযাত্রা আয়োজন করা হয়। সেই পদযাত্রাতেই অংশগ্রহণ করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পদযাত্রায় অংশ নিয়েই তিনি রোহিঙ্গাদের ওপারে পাঠানোর কথা বলেন।শুভেন্দু বলেন, “বেড়া ডিঙিয়ে আসা রোহিঙ্গাদের চুলের মুঠি ধরে ওপারে পাঠাতে হবে।” একইসঙ্গে তিনি আরও বলেন, “CAA দরকার। জন্ম নিয়ন্ত্রণটাও দরকার।”বাংলাদেশে হিংসার ঘটনার পরেও রাজ্যের শাসকদলের কেন কোনও প্রতিবাদ করল না? সেই প্রশ্নেও সোচ্চার হন শুভেন্দু ।

একইসঙ্গে জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে ইতিমধ্য়েই প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। পাশাপাশি, বাংলার মানুষকে একজোট হয়ে প্রতিবাদে মুখর হওয়ারও আহ্বান জানান শুভেন্দু।

আরও পড়ুন:  Amartya Sen: নোবেলজয়ী অমর্ত্য সেন-কে উচ্ছেদ নোটিশের হুমকি

Featured article

%d bloggers like this: