নিজস্ব সংবাদদাতা: রাজ্য সরকারের প্রকল্পের বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা। ট্যুইট করে রাজ্য সরকারকে বিঁধেছেন তিনি। রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। ডিএ এবং পেনশনের টাকা না দিয়ে সেই টাকা দিয়ে রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালাচ্ছে বলে এইদিন ট্যুইটে দাবি তুলেছেন শুভেন্দু। পালটা জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
এইদিন ট্যুইটে শুভেন্দু লিখেছেন, ”সরকার নিজের তহবিল থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিচ্ছে? নাকি পেনশন আর ডিএ’র টাকা দিয়েই চলছ?” তিনি প্রশ্ন তুলেছেন, ”সরকারের সাহস আছে এটা স্বীকার করার?” একই সঙ্গে তিনি এই বিষয় সম্পর্কে রাজ্যপালকে দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ করেছেন। ট্যুইটে একটি তথ্য শুভেন্দু দিয়েছেন। যেখানে বলা হচ্ছে, ২০২০ এবং ২০২২ সালে রাজ্য সরকারের কর্মচারীরা ডিএ পাননি।
পাল্টা মুখ খুলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেছেন, ”সব কাজ ঠিক করলে রাজ্য সরকারী কর্মচারীরা ডিএ পাবেন। পেনশনও আলাদা ফান্ড থেকেই দেওয়া হয়। এগুলো অবাস্তব কথা। শুভেন্দু বললেই কি এসে যায়, আর রাজ্যপাল বললেই বা কি আসে যায়?”