নিজস্ব প্রতিবেদন: শুরুতেই ব্যর্থতা। একবার নয় পর পর তিনবারই বাতিল হয়ে যায় ভিসা। ইংলিশ চ্যানেল, সুইং বাংলা চ্যানেল, ডবল ক্রশ চ্যানেল পার করার পর তাহরিনা নাসরিনের টার্গেট ছিল জিব্রাল্টার প্রণালী। তার জন্যই ২০১৯ সাল থেকে মোট তিনবার ভিসার জন্য আবেদন করেছিলেন হাওড়ার এই সাঁতারু বাসিন্দা। তবে তার কারণ সাধে অবাক হবে আপনিও।
ভিসা বাতিলের কারণ প্রসঙ্গে তাহরিনা জানায়,”আমি ওই দেশে গেলে আর ফিরব না, এই কারণ দেখিয়ে প্রতিবারই আমার ভিসা বাতিল করা হয়েছে। আর পরপর তিনবার আমার স্বপ্ন ভেঙে যাওয়ায় আমি আর জিব্রাল্টার প্রণালী পার না করার সিদ্ধান্ত নিয়েছি।” বিজয়ী সাঁতারু ধৈর্যের বাঁধ ভেঙেছে। সে চায় না আর নিয়ে স্বপ্নকে পূরণ হতে দেখতে।