নিজস্ব প্রতিবেদন: ভ্রমণ প্রেমীদের কাছে টাকি অন্যতম পর্যটন কেন্দ্র। দূরদূরান্ত থেকে মানুষ এই টাকিতে সময় কাটাতে আসে। আর সেই পর্যটকদের কথা মাথায় রেখে খুব দ্রুত টাকি শহরটিকে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হবে। এমনটাই উদ্যোগ নিয়েছেন বিধায়ক ডক্টর সপ্তসী বন্দ্যোপাধ্যায়। পাশেই বাংলাদেশ তাই শহরের সিসি ক্যামেরা বসিয়ে নজরদারি বৃদ্ধি করার উদ্দেশ্য প্রশাসনের। এমনিতেই নিরাপত্তা রক্ষার জন্য বিএসএফ মোতায়েন রয়েছে।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন টাকির এক বাসিন্দা সোমনাথ রায়, ‘সিসি ক্যামেরা বসিয়ে নজরদারি বৃদ্ধি করলে দুষ্কৃতীরা কোন সমস্যা ঘটাতে পারবে না বিধায়ককে উদ্যোগকে সাধুবাদ জানাই।’এনিয়ে বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় জানান, ‘বাংলাদেশ থেকে কোন উপকরণটি বা পাচারকারী জাতির শান্তি শৃঙ্খলা নষ্ট করতে না পারে সেদিকে নজর রাখতে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছি। বিশেষত টাকির টুরিস্ট স্পট ও জনবহুল এলাকায় সেগুলি বসানো হবে।’