25 C
Kolkata

নবান্নে নয় বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে জিটিএ প্রধানের

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে বেশ কিছু দিন ধরে কলকাতায় রয়েছেন অনিত (Mamata Banerjee)। কিন্তু মুখ্যমন্ত্রীর জেলা সফর সহ একাধিক কর্মসূচির জন্য বৈঠকের সময় মিলছে না বলে প্রশাসনিক সূত্রে খবর। নবান্নে নয় বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হতে পারে জিটিএ প্রধান অনিত থাপার। ৮ তারিখ থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। সেই সময়ই প্রস্তাবিত ওই বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। আগামী সপ্তাহ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ত্রিপুরা যাচ্ছেন। তার আগে অনিতের সঙ্গে তাঁর দেখা হওয়ার সম্ভাবনা কম।

শুধু পাহাড়ের বর্তমান পরিস্থিতি নয়ে আরও একাধিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান জিটিএ প্রধান। সূত্রের খবর, জিটিএ-র হাতে বিভিন্ন দফতর হস্তান্তর, পাহাড়ের জন্য আলাদা শিক্ষক নিয়োগ কমিশন গঠনের মত বকেয়া বিষয়গুলি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন অনিত থাপা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারেবারে জোর দিয়েছেন পাহাড়ের উন্নয়ন নিয়ে। এবার সেই লক্ষ্য নিয়েই কাজ করতে চাইছে জিটিএ। এজন্য একাধিক বিষয়ে মুখ্যমন্ত্রীর পরামর্শ ও নির্দেশ চান অনিত থাপা। বুধবার তিনি স্বরাষ্ট্র সচিবের সঙ্গে একপ্রস্ত বৈঠকও করেছেন নবান্নে। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক।

আরও পড়ুন:  DA:মহার্ঘ ভাতা না মিললেও,সরকারি কর্মীদের জন্য বড়সড় সুখবর ঘোষণা করল নবান্ন!

Featured article

%d bloggers like this: