33 C
Kolkata

আগামী ৪৮ ঘন্টায় হতে পারে ভারী বৃষ্টি জানাচ্ছে হাওয়া অফিস

নিজস্ব সংবাদদাতা :: সুপার সাইক্লোন চলে যাওয়ার পর ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। আগামী ৪৮ ঘন্টায় ফের হতে পারে ভারী বৃষ্টি। জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গে নয় বৃষ্টি ভাসাতে পারে এবার উত্তরবঙ্গকে।

আমফান আসার দিন থেকেই বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। তার আগেও যখন দক্ষিণবঙ্গে প্যাচপ্যাচে গরম চলছে, তখনও পাহাড়ে গড়ে ৩৮ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টি হচ্ছিল। আমফান পরবর্তী রাজ্যে পাহাড়ি পাঁচ জেলায় ফের মিলছে বৃষ্টির পূর্বাভাস তাও ভারী বৃষ্টির। উত্তরের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পঙ ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে আগামী ৪৮ ঘণ্টায়। জানাচ্ছে হাওয়া অফিস। আলিপুরদুয়ার , কোচবিহার, জলপাইগুড়িতে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

আরও পড়ুন:  Rujira Banerjee ED Coal Scam: অনুপ মাজির অ্যাকাউন্ট থেকে টাকা গিয়েছিল কোনও এক নরুলা ম্যাডামের ব্যাঙ্কে, তিনি কি রুজিরাই?
আরও পড়ুন:  Governor Tmc: রাজ্যপালকে 'হাত' করতেই কি রাজভবনে তৃণমূল?

Featured article