নিজস্ব প্রতিবেদন: তারস্বরে গান, আর সেই গানের সাথে তালে চলছে তুমুল নাচ। এমনকি কোমর দোলাচ্ছেন খোদ তৃণমূলের অঞ্চল সভাপতিও। আর ভিডিওকে কেন্দ্র করেই রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। যদিও কটাক্ষ করতে পিছপা হননি গেরুয়া শিবির বিজেপি। এমনকি ঘটনা যার জন্য তৃণমূলের অঞ্চল সভাপতি কোমর দোলাচ্ছেন? ক্রিকেট টুর্নামেন্টে জয়। আর সেই জয় উদ্যাপন করতে মহিলা ও তৃণমূল কর্মী-সমর্থকদেরকে নিয়ে প্রকাশ্যে নাচতে দেখা গেল উত্তর ২৪ পরগনার মোহনপুর অঞ্চলের তৃণমূল সভাপতি তপন রায়কে।তৃণমূল নেতার জানান যে, জয়ের আনন্দেই নাচ। তৃণমূল অঞ্চল সভাপতির দাবি, মিনাখাঁ বিধানসভার মোহনপুর অঞ্চলে এমএলএ কাপে তাঁর বুথের টিম জয়ী হওয়ার আনন্দে নেচেছেন তিনি। মোহনপুরের তৃণমূলের অঞ্চল সভাপতি তপন রায় বলেছেন, ‘আমার বুথের টিম জিতেছে। তাই নেচেছি। মানুষকে নিয়ে আনন্দ করেছি। বিজেপি কি বলল যায় আসে না। প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে। ‘
গেরুয়া শিবির কটাক্ষ করে বলেন, উন্নয়ন জানে না তৃণমূল। কর্মী ও সাধারণ মানুষকে খেলা-নাচের মধ্যে দিয়ে মাতিয়ে রাখতে চাইছে। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেছেন, ‘তৃণমূল উন্নয়ন বলে কিছু জানে না। কর্মী ও সাধারণ মানুষকে খেলা আর নাচের মধ্যে মাতিয়ে রাখতে চাইছে। একজন জনপ্রতিনিধি এভাবে প্রকাশ্যে খোলা মাঠে উদ্দাম নৃত্য করতে পারেন না।’ জেলা তৃণমূল নেতৃত্ব অবশ্য এবিষয়ে কৌশলে জবাব এড়িয়েছে। বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘কে কী করবে, তাঁর নিজের ব্যাপার।’