নিজস্ব প্রতিবেদন : ২০১৩ সালের ২০ এপ্রিল ভারত কৃষি সমৃদ্ধি লিমিটেড নামে এক চিটফান্ড কোম্পানির নামে অভিযোগ দায়ের করা হয়। শোনা যায় সেই কোম্পানির এ ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন তৃণমূলে খানাকুল ১ ব্লক সহ-সভাপতি প্রবীর চট্টোপাধ্যায়। বেশ কিছুদিন আগেই জানা গিয়েছিল ৯০ কোটি টাকার জালিয়াতির জন্য তার বিরুদ্ধে জারি হয়েছিল গ্রেফতারির পরোয়ানা। কিন্তু সেই গ্রেফতারের পরোয়ানাকে পরোয়ান না করে তৃণমূলের কর্মসূচি থেকে মিটিং মিছিল সর্বত্রই তাকে দেখা গিয়েছিল।

এই নিয়ে বহুবার সরব হয়েছিল বিরোধীদল বিজেপি। সেই সবে খুব বেশি কানপাতা হয়নি। অবশেষে সেই মামলা সিবিআই এর হাতে যায়। এবং এর সাথেই আর্থিক দুর্নীতির তদন্ত নামে ইডি-ও। ৪ জানুয়ারি তার নামে পরোয়ানা জারি হওয়ার পরে ১৩ জানুয়ারি তৃণমূলের একটি মিছিলে বেশ সক্রিয়ভাবেই কাজ করতে দেখা যায় প্রবীর চট্টোপাধ্যায়কে।সেই সভায়, অভিযুক্ত এই নেতা ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায় এবং খানাকুল ১ ব্লক তৃণমূলের প্রথম শাড়ির আরও অনেক নেতারা।

তারপরেই ফের একবার এই ঘটনার বিরুদ্ধে সুর চড়ায় বিজেপি। অবশেষে বৃহস্পতিবার ভোরে তৃণমূল নেতা প্রবীর চট্টোপাধ্যায়ের বাড়ি থেকেই তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হুগলি থেকে তাকে সরাসরি নিয়ে আসা হয় কলকাতায়। এই বিষয়ে এখনো কোনো রকম মন্তব্য করা হয়নি দলের তরফ থেকে।