নিজস্ব প্রতিবেদন: ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়াতে শুরু করেছে বিশ্বজুড়ে। সেই অনুভূতি সামনে থেকে উপভোগ করতে কাতার পাড়ি দিচ্ছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। বঙ্গীয় পরিষদ কাতারের আমন্ত্রণে সাড়া দিয়েছেন তিনি। ২০ তারিখ গ্রুপ লিগের খেলা দেখতে যাচ্ছেন তিনি। এরপর যাবেন ১০ ডিসেম্বর। তবে বিধায়ক হিসেবে নয়, সামাজিক কাজের জন্য তিনি ডাক পেয়েছেন।

জানা গিয়েছে, আগামী ১৮ থেকে ৩০ নভেম্বর বসছে বিধানসভার শীতকালীন অধিবেশন। তবে সেই অধিবেশনকে তোয়াক্কা না করে কাতার যাচ্ছেন তিনি। তৃণমূল পরিষদীয় দলের তরফে দলের সব বিধায়ককে তাতে উপস্থিত থাকতে বলা হয়। এখেত্রে মদন মিত্র না এলে কী হবে তা দেখার। উল্লেখ্য, তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ অধিবেশনে অনুপস্থিত ছিলেন এর আগে। তাকে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। এবার মদনবাবুর ক্ষেত্রে দল কি পদক্ষেপ নেয় তা দেখার।