21 C
Kolkata

জোড়া বাঘের আক্রমণে মৃত ২

নিজস্ব সংবাদদাতা : সুন্দরবনের জোড়া বাঘের আক্রমণে মৃত্যু হলো দুই মৎস্যজীবির। সুন্দরবনে সকালে বাঘ মামাকে দেখে যেমন আনন্দ পেলেন পর্যটকরা। উল্টো দিকে বাঘের আক্রমণে মৃত্যু হলো দুই মৎস্যজীবির। একজন সুন্দরবনের ঝড়খালীর ৪ নম্বর গ্রামের বাসিন্দা সমরেশ রায়, বয়স ৩৬ বছর ।

সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিন সঙ্গীর সাথে । হটাৎ জঙ্গল থেকে বাঘ বার হয়ে সমরেশ -এর গলায় কামড় দেয়। তার বন্ধুরা কিছুক্ষণ লড়াইয়ের পড়ে বাঘের মুখ থেকে সমরেশকে ছিনিয়ে আনে । কিন্তু অল্প সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয় ।

অন্যদিকে সুন্দরবনে কুলতলীতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন মৎস্যজীবী অতুল বৈদ্য । তাঁর ওপর হঠাৎ আক্রমণ করে বাঘ । ঘাড়ে আস্ত একটা থাবা বসিয়ে জঙ্গলের মধ্যে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায় অতুলকে । তার দেহটি পাওয়া যায়নি এখনো । খোঁজ শুরু করেছে কুলতলী বনদফতর

আরও পড়ুন:  Anubrata Mandal: আপাতত স্বস্তিতে অনুব্রত, পিছিয়ে গেল কেষ্টর দিল্লিযাত্রা

Featured article

%d bloggers like this: