25 C
Kolkata

এবার দুয়ারে কিং কোবরা

নিজস্ব সংবাদদাতা : বন জঙ্গল সাফ করে দেওয়ার ফলে এমনিতেই সাপেরা আশ্রয় হারাচ্ছে। তারমধ্যে প্রবল বৃষ্টিতে গর্তে জল ঢুকে যাওয়ায় তারা প্রাণ বাঁচাতে লোকালয়ে এসে পড়ছে। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ পরিবেশের গুরুত্ব না বুঝে নির্বিচারে সাপ মেরে ফেলে। তাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। বিষধর সাপেরাও বিলুপ্তির পথে যেতে থাকে। কিন্তু গড় ময়না গ্রামের বাসিন্দা প্রশান্ত কুমার মাইতি একটু অন্যরকম ভাবেন ।

তিনি ঘরে ঢুকে আসা সাপেদের যত্ন করে আশ্রয় দিলেন। তারা যে-সে সাপ নয়, একেবারে বিষধর কিং কোবরার ছানা। লাগাতার বৃষ্টিতে পূর্ব মেদিনীপুরের ময়নার বানভাসি পরিস্থিতি। তারই মধ্যে রক্ষা পেতে পরিবেশপ্রেমী প্রশান্ত কুমার মাইতির বাড়িতে ঢুকে পড়েছিল দুটো বিষধর কিং কোবরার ছানা। কিন্তু পরিস্থিতি তাঁর অজানা নয়, সাপেদের দেখে আতঙ্কিত হওয়ার বদলে তাদেরকে দুদিন ধরে যত্ন আত্তি করলেন। কৌটোয় রেখে খাবার দিলেন।

আরও পড়ুন:  West Bengal: বাংলা সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

সাপের বাচ্চাদুটোকে নিরাপত্তা দিয়ে নজির গড়লেন তিনি। দুদিন বাড়িতে রাখার পরই হলদিয়ার বন দফতর কর্মীদের ডেকে সাপদুটিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। বন দফতরের কর্মীরা সাপেদের নিয়ে ঝাড়গ্রামের জঙ্গলের উদ্দেশে রওনা দেন। প্রশান্ত কুমার মাইতির পরিবেশপ্রেম নতুন করে সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়েছে এলাকায়।

Featured article

%d bloggers like this: