নিজস্ব সংবাদাতা: রাজ্যে মহামারীর গতিবিধির দিকে নজর রেখে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কিন্তু এবার প্রশ্ন তবে কীভাবে হবে মূল্যায়ন? এ নিয়ে চলতি সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মত এদিন মূল্যায়ন সম্পর্কিত প্রস্তাব জমা পড়ল রাজ্য স্কুল শিক্ষা দফতরের কাছে। স্কুল শিক্ষা দফতর থেকে পাওয়া খবর, এদিন দুপুরে রিপোর্ট জমা দেয় মধ্যশিক্ষা পর্ষদ। তারপর বিকেলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ রিপোর্ট পাঠায়। এই রিপোর্টগুলি পাঠানো হবে মুখ্যমন্ত্রীর কাছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি নিজেই।
এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বিশেষজ্ঞ কমিটি পরীক্ষা না নেওয়ার কথা জানিয়েছে। পরীক্ষা হওয়া বা না হওয়া নিয়ে মতামত জানিয়ে প্রচুর মানুষ ইমেল করেন। গত সোমবার সাংবাদিক সম্মেলন করে পরীক্ষা বাতিলের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই মুখ্যমন্ত্রী জানান, কী করে পরীক্ষার্থীদের মূল্যায়ন হবে তা আগামী সাতদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।
এরপরই মূল্যায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকরাও দুই দিন বৈঠক করেন মূল্যায়নের পদ্ধতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। ফলে আশা করা যায় মূল্যায়ন সম্পর্কিত সকল তথ্য আগামী সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে।