নিজস্ব প্রতিবেদন: দুঃসংবাদ রাজনৈতিক মহলে। প্রয়াত বর্ষীয়ান তৃণমূল নেতা দেবী ঘোষাল (৮৬)। বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শুক্রবার সকালে বাড়িতেই প্রয়াত হন তিনি। শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আড়িয়াদহ স্পোর্টিং ক্লাবে তাঁর মরদেহ শায়িত রাখা হয়।
আশির দশকে কংগ্রেসের টিকিটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন দেবীবাবু। সেই প্রথম সংসদে পা রাখা। সম্প্রতি তৃণমূলে যোগদান করেছিলেন তিনি। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রয়াত সোমেন মিত্রের অন্যতম ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিল এই মুখ। উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি পদেও ছিলেন তিনি।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। দেবী ঘোষালকে ‘পথপ্রদর্শক’ বলেও উল্লেখ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মদনবাবু লিখেছেন, ‘এ পথ হলো আরো বেদনাময়। হারিয়ে তোমায় জীবন যন্ত্রণাময়। ব্যাকুল ব্যথায় তোমারে স্মরণ করি, আজীবন যেন তোমার পথে চলি। চলে গেলেন আমাদের পথপ্রদর্শক দেবী ঘোষাল মহাশয় । তাঁর আত্মার শান্তি কামনা করি।‘