29 C
Kolkata

অপহৃত নাবালিকা কে উদ্ধার করে ফেরতের দাবীতে ধর্ণায় গ্রামবাসীরা

নিজস্ব সংবাদদাতা: ক্যানিং থেকে অপহরণ হয়েছে এক নাবালিকা। অপহৃত সেই নাবালিকা কে উদ্ধার করে যাতে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় সেই দাবীতে মিছিল সহকারে বিক্ষোভ ধর্ণায় বসলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত বেতবেড়িয়া(ঘোলা)রামকৃষ্ণ পল্লী এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, গত ২০ আগষ্ট এলাকার এক নাবালিকা অপহৃত হয়।অপহৃত করার কাজে যুক্ত থাকার অভিযোগে ওই নাবালিকার পরিবার ইতিমধ্যে চিন্ময় শিকদার, সরস্বতী শিকদার,বকুলি হালদার ও সায়নদ্বীপ হালদার বিরুদ্ধে বারুইপুর থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযুক্ত সকলেরই বাড়ি জীবনতলা থানা এলাকা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বারুইপুর থানার পুলিশ একজন কে আটক করে জিঞ্জাসাবাদ শুরু করে। যদিও অপহৃত ওই নাবালিকার কোন খোঁজ মেলেনি। পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে গ্রামবাসীরা মিছিল করেছে থানার সামনে বসে পড়েন ধর্নায় ।

আরও পড়ুন:  Narendra Modi: শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত মোদী সরকারের

Featured article

%d bloggers like this: