নিজস্ব প্রতিবেদন: দুর্গাপুজোতেও পিছু ছাড়ে নি বৃষ্টি। জুনের পর জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত একটানা বৃষ্টি হয় নি দক্ষিণবঙ্গ সহ কলকাতায়। বৃষ্টি না হওয়ার ফলে চাষের ক্ষতি হয়েছে। এই আবহাওয়া অগাস্টের পর আসতে আসতে পরিবর্তন হতে শুরু করে। তারপর থেকেই পিছু ছারে নি বৃষ্টি। দক্ষিণবঙ্গ সহ কলকাতার একাধিক জেলায় আগামী ৪-৫ দিনের মধ্যে মুষলধারে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনার কিছু অংশ সহ নদীয়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানা আগামী ১-২ ঘন্টার মধ্যে ব্রজবিদুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।