25 C
Kolkata

West Bengal: ট্যাবের টাকা দুবার অ্যাকাউন্টে গেলে ফিরিয়ে দিতে হবে

নিজস্ব প্রতিবেদন: শিক্ষায় সাহায্যের জন্য রাজ্যের পড়ুয়াদের স্মার্ট ফোন বা ট্যাবের টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘তরুণের স্বপ্ন’। এই প্রকল্পের আওতায় এনে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের অ্যাকাউন্টে মাথাপিছু ১০ হাজার টাকা পাঠানো হয়েছে। তবে সমস্যা হল, কোনও পড়ুয়ার অ্যাকাউন্টে দুবার টাকা ঢুকে গিয়েছে। সেই সমস্যায় ইতি টানতে স্কুলগুলিকে সতর্ক করল রাজ্য। নির্দেশ দেওয়া হয়েছে, স্কুলের কোনও পড়ুয়া যদি দু’বার টাকা পেয়ে থাকে তবে তা যেন ফেরত পাঠিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, প্রায় ষোল হাজার পড়ুয়ার একাউন্টে দু’বার টাকা জমা পড়েছিল। এর পিছনে দায়ী প্রশাসনিক গাফিলতি। প্রশাসনের একজন শীর্ষ কর্তা বলেন, অনেক পড়ুয়া ট্যাব বা ফোনের টাকার জন্য আবেদন জানিয়েছে। অনেকে বাংলার শিক্ষা পোর্টালে আবেদন জানানোর সঙ্গে সঙ্গে স্কুলের বৃত্তিমূলক শিক্ষা কেন্দ্রের পোর্টালেও আবেদন জানিয়েছে। যে কারণে দু’বার টাকা দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  Abhishek Banerjee: ছাত্র ও যুব সংগঠনের যৌথ সমাবেশে প্রধান বক্তা অভিষেক

Featured article

%d bloggers like this: