নিজস্ব প্রতিবেদন: করোনা থেকে বাঁচতে টিকা নিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। তবে শুধু তিনিই নন,সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সুদেশ ধনখড়। বৃহস্পতিবার সকাল ১১:৩০ নাগাদ আলিপুর কমান্ড হাসপাতালে স্ত্রীর সঙ্গে টিকাকরণ করালেন রাজ্যপাল।
নিজের ভ্যাকসিন নেওয়ার কথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন তিনি। নিজের সঙ্গে ট্যুইটে দিয়েছেন স্ত্রীর ছবিও। ক্যাপশনে লিখেছেন তিনি, একদম ঠিক ঠাক অনুভূতি হচ্ছে(“Feeling absolutely fine”)।
একটি ভিডিও পোস্ট করে তিনি জানান, যে আমি এবং আমার স্ত্রী ভ্যাকসিন নিলাম। এর সঙ্গেই ধন্যবাদ জানান চিকিৎসক,নার্স, স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালের আধিকারিকদের।