25 C
Kolkata

West Burdwan: ব্যারেজে স্নান করতে গিয়ে মৃত পড়ুয়া

নিজস্ব প্রতিবেদন: সপ্তাহের শেষ দিনে ফের দুর্ঘটনার সম্মুখীন। ঘটনাটি ঘটেছে, দুর্গাপুরে। ঘুরতে আসাটাই কাল হল তাঁর। দুর্গাপুর ব্যারেজে স্নান করতে এসে তলিয়ে গেল এক ছাত্র। সূত্রের খবর অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং কলেজে ৬ জন পড়ুয়ারা ঘুরতে আসে তিন জন পড়ুয়া জলে স্নান করতে নামে। ঠিক তখন হটাৎই একজন জলের তলায় তলিয়ে যায়. তারপর বাকী ২ জন পড়ুয়া খোঁজার চেষ্টা করলেও তাঁকে না উদ্ধার করতে না পাওয়ায় অবশেষে সাড়ে দশটা নাগাদ স্থানীয় বাসিন্দা ও বড়জোড়া থানার উদ্ধার বাহিনী তাঁকে উদ্ধার করে।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং কলেজের ৬ জন পড়ুয়ারা ঘুরতে আসে। তারপরই তাঁরা তিনজন স্নান করতে নামে আর একজন জলের তলায় তলিয়ে যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত ওই পড়ুয়ার নাম শুভম সান্তম রাজু। বি টেক তৃতীয় বর্ষের ছাত্র।

আরও পড়ুন:  Lake Ladki Scheme: কন্যা সন্তান থাকলেই পাবেন ৭৫ হাজার টাকা

Featured article

%d bloggers like this: