22 C
Kolkata

Street Dog: গাড়ি দেখলেই তার পেছনে কেন ধাওয়া করে কুকুর ? জানুন কারণ

প্রত্যেক পাড়াতেই কিছু কুকুর দেখতে পাওয়া যায়, যারা পাড়ার রাস্তার ধারে বা বাড়ির কোণে পড়ে থাকা খাবার খেয়ে বেঁচে থাকে এবং রাস্তাঘাটেই শুয়ে-ঘুমিয়ে জীবন কাটিয়ে দেয়। এই সমস্ত কুকুরদের সাধারণত অন্য পাড়ায় যেতে দেখা যায় না। আবার অন্য পাড়ার কোনো কুকুর নিজের পাড়ায় দেখতে পেলেও প্রতীক্রিয়া দিতে দেখা যায় স্থানীয় কুকুরের দলকে।

বহিরাগত তথা অন্য পাড়ার কুকুরদের নিজেদের পাড়ায় দেখলে স্থানীয় কুকুর ও বহিরাগত কুকুরদের মধ্যে কখনও কখনও ঝামেলাও বেঁধে যেতে দেখা যায়। উল্লেখ্য, এই ঝামেলা শুধুমাত্র কুকুরদের মধ্যেই দেখা যায় না। মানুষ ও কুকুরের মধ্যেও দেখা যায়। পাড়ায় অচেনা মানুষকে দেখলে বা কোনো গাড়ি দেখলে বহু কুকুর তাড়া করতে শুরু করে দেয়। অনেকেই এই বিষয়টিকে এড়িয়ে যান, এর পিছনে থাকা কারণ জানতে চান না। যদিও কিছু জিজ্ঞাসু মানুষদের মনে প্রশ্ন থেকে যায়, কুকুরদের এমন আচরণ করার পিছনে কী কারণ রয়েছে ?

আরও পড়ুন:  Mamata Banerjee: ধর্না শেষে ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী !

বহু মানুষ আছেন, যারা কুকুরদের গাড়ি তাড়া করার ঘটনাটিকে স্বাভাবিক ঘটনা বলে মনে করেন। অনেকেরই ধারণা, অভ্যাসবশত কুকুররা এমন করে থাকে। আপনিও যদি এটি ভেবে থাকেন, তাহলে ভুল ভেবেছেন। কারণ এর পিছনে রয়েছে একটি মজার ও বিস্ময়কর রহস্য।

পাড়ার স্থানীয় কুকুরের আচরণ কখনও খেয়াল করে থাকলে দেখবেন, বহু কুকুর আছে যারা গাড়ির চাকার কাছে প্রস্রাব করে। নিজেদের এলাকা চিনে রাখতেই নাকি রাস্তার কুকুরেরা এমনটা করে বলে দাবি করা হয়। এবার, পাড়ায় হঠাৎ বহিরাগত তথা অপরিচিত কোনো গাড়ি এলে কুকুরেরা প্রস্রাবের অচেনা গন্ধ চিহ্নিত করে নেয়। ফলস্বরূপ, পাড়ায় বা এলাকায় অচেনা কারোর আগমন ঘটেছে, এমনটা বুঝতে পেরেই তাড়া করতে শুরু করে এলাকার স্থানীয় কুকুররা।

আরও পড়ুন:  Narendra Modi: শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত মোদী সরকারের

Featured article

%d bloggers like this: