23 C
Kolkata

কৃষ্ণনগর উত্তরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ?

নিজস্ব সংবাদদাতা: কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায় জেতার পর দলত্যাগ করে ফিরে আসেন তৃণমূলে। শোনা যাচ্ছে, বিধায়ক পদ থেকেও ইস্তফা দেবেন। তবে কৃষ্ণনগর উত্তরে বিজেপির হয়ে লড়বে কে?

কৃষ্ণনগরে বিজেপির বৈঠক (ছবি: ট্যুইটার)

শুক্রবার কৃষ্ণনগরে সাংগঠনিক বৈঠকে দিলীপ ঘোষের সঙ্গে যান বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। এরপরই জল্পনা শুরু হয়, তবে কি উপনির্বাচনে বিজেপির জয়ের আশা নিয়ে প্রার্থী হবেন জয়প্রকাশ?

জয়প্রকাশকে মারধরের অভিযোগ, ২০১৯


২০১৯ সালে মহুয়া মৈত্র করিমপুরে বিধায়ক পদ ছাড়েন। সেখানের উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন জয়প্রকাশ। যদিও সেখানে জয়প্রকাশকে মাটিতে ফেলে মারধর করার অভিযোগ ওঠে।

অন্যদিকে, কৃষ্ণনগর উত্তরের সঙ্গে জয়প্রকাশ মজুমদারের সম্পর্ক পুরনো। ১৯৫৭ সালে তাঁর বাবা জগন্নাথ সরকার কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক হয়েছিলেন। তবে এবার কি ছেলে সেই ইতিহাসের পুনরাবৃত্তি করে দ্বিতীয়বারের জন্য কৃষ্ণনগরে বিজেপির জয় ফিরিয়ে দিতে পারবেন? উত্তর দেবে সময়।

আরও পড়ুন:  Amartya Sen: নোবেলজয়ী অমর্ত্য সেন-কে উচ্ছেদ নোটিশের হুমকি

Featured article

%d bloggers like this: