24 C
Kolkata

বন্ধ হতে চলেছে অ্যানড্রয়েড অটো মোবাইল অ্যাপ পরিষেবা

নিজস্ব সংবাদদাতা: বর্তমানের যুগে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য স্মার্টফোন অত্যন্ত প্রয়োজনীয়। আর সেই স্মার্টফোনে প্রয়োজন বিভিন্ন ধরনের আকর্ষণীয় অ্যাপের। কিন্তু এরই মাঝে খারাপ খবর। এবার অ্যানড্রয়েড অটো মোবাইল অ্যাপ পরিষেবা বন্ধ করতে চলেছে গুগল। কি হবে এবার!

মার্কিন টেক জায়ান্ট অ্যানড্রয়েড ১২ ভার্সান থেকেই গুগল স্ট্যান্ড অ্যালোন অ্যানড্রয়েড অটো ফর ফোন স্ক্রিন অ্যাপ বন্ধ করতে চলেছে। সম্প্রতি গুগল কর্তৃপক্ষর তরফে জানানো হয়, তারা অ্যানড্রয়েড অটো অ্যাপ বন্ধ করতে চলেছে। তবে, যারা অ্যানড্রয়েড ফোনের জন্য ড্রাইভিং ফ্রেন্ডলি ইন্টারফেস ব্যবহার করতে চায় তাঁদের অ্যানড্রয়েড অটো ইন্টারফেসের পরিবর্তে গুগল অ্যাসিসট্যান্ট ড্রাইভিং মোড ব্যবহার করতে হবে। পাশাপাশি এতদিন নির্দিষ্ট গাড়িতে যে অ্যানড্রয়েড অটো ইন্টারফেস ব্যবহার হতো তার বদলে মিলবে গুগল অ্যাসিসট্যান্ট ড্রাইভিং মোড।

আরও পড়ুন:  Elon Musk: এ কী অবস্থায় পাকিস্তানের রাস্তায় বেড়াচ্ছেন ইলন মাস্ক

অপরদিকে যদি আপনি স্মার্ট ড্রাইভিং পরিষেবা পেতে চান সেক্ষেত্রে ইউজারদের গুগল অ্যাসিসট্যান্ট ড্রাইভিং মোডে স্থানান্তরিত করতে পারেন।জানা যাচ্ছে,এই নতুন নিয়ম অ্যানড্রয়েড ১২ ভার্সান থেকেই চালু হবে। ইউজাররা নির্দিষ্ট সংখ্যক গাড়ি চালানোর ক্ষেত্রে যে অভিজ্ঞতা পেতেন গুগল অ্যাসিসট্যান্ট ড্রাইভিং মোডেও সেই অভিজ্ঞতাই মিলবে।

Featured article

%d bloggers like this: