25 C
Kolkata

Battleground mobile india এর বিটা ভার্সন হাজির, জানুন ডাউনলোড করার পদ্ধতি

নিজস্ব সংবাদদাতা: Battlegrounds Mobile India গেমের বিটা ভার্সন ডাউনলোডের জন্য উপলব্ধ হয়ে গেল। যদিও, কোম্পানির তরফে গেমের অফিসিয়াল ভার্সন এখনও লঞ্চ করা হয়নি। তবে, গেমাররা চাইলেই বিটা প্রোগ্রামে অংশ নিয়ে এই গেমের অ্যাকসেস করতে পারবেন। তার জন্য ইউজারদের Google Play Store-এ গিয়ে এই গেম ডাউনলোড করতে হবে। ডাউনলোড সাইজ খুবই কম, মাত্র 700MB। ডাউনলোড করার আগে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যেন ফোনে অনেকটাই স্পেস থাকে।

ডাউনলোড করার সময়ে এমন হতেই পারে যে, বিটা প্রোগ্রাম ভর্তি হয়ে গিয়েছে, তাহলে কয়েক ঘণ্টা অপেক্ষা করে যান। কারণ, বহু মানুষই এই সময় গেমের বিটা ভার্সন ডাউনলোড করতে চাইবেন। আর সেই কারণেই সার্ভার ভর্তি হয়ে গেলে, আর একটু অপেক্ষা করে রাতের দিকে ডাউনলোড করুন Battlegrounds Mobile India গেমের বিটা ভার্সন।

কোম্পানির তরফে বলা হচ্ছে, ‘প্রথমেই যাঁরা গেমের অ্যাকসেস অর্থাৎ বিটা ভার্সন ডাউনলোড করে রাখবেন, তাঁরাই সবার প্রথমে ফাইনাল ভার্সন ব্যবহার করার সুযোগ পাবেন এবং ইন-গেম পারচেজ়ও করতে পারবেন। আজ সারা দিন ধরেই বেশ কয়েক বার ইউজারদের জন্য গেমের প্রারম্ভিক অ্যাকসেস উপলব্ধ করা হবে। প্রারম্ভিক অ্যাকসেসর লিঙ্ক একই থাকবে।’ অর্থাৎ, যাঁরা প্রথম বার লিঙ্কটিতে ক্লিক করে Battlegrounds Mobile India গেমের বিটা ভার্সন ডাউনলোড করতে পারবেন না, তাঁরা পরবর্তীতে ওই একই লিঙ্কে ক্লিক করে আবার এই গেমের বিটা ভার্সন ডাউনলোড করতে সক্ষম হবেন।

আরও পড়ুন:  Refrigerator Buying Guide: গরম পড়তেই ফ্রিজ কিনছেন ? ঠকে যাবেন

মূলত, ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমের APK ও OBB ফাইলস ডাউনলোড করতে পারবেন ইউজারেরা। আর যেই একবার আপনি গেমটি ডাউনলোড করবেন, সঙ্গে সঙ্গেই আপনাকে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করার কথা বলা হবে সেখানে। কারণ, আপনার পুরনো PUBG Mobile অ্যাকাউন্ট থেকে অ্যাকসেস করতে পারবেন না। যদিও, এই গেম আপনাকে PUBG Mobile-এর ডেটা ট্রান্সফার করার সুযোগ দেবে। আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করলেই ট্রান্সফার করার অপশন পেয়ে যাবেন।

তবে, প্লেয়ারদের একটি নতুন ইউজারনেম ক্রিয়েট করতে হবে। কারণ, পুরনো পাবজি মোবাইলের ইউজারনেম এখানে কাজ করবে না বলে কোম্পানির তরফে জানানো হয়েছে। পাশাপাশিই আবার এই গেম আপনাকে Facebook, Play Games-সহ আরও অন্যান্য অ্যাকাউন্ট থেকে লগ-ইন করার সুযোগ দেবে। একটা বিষয় মাথায় রাখতে হবে, যাঁরা Google Play থেকে PUBG-তে লগ-ইন করতেন, তাঁরা ডেটা ট্রান্সফার করতে পারবেন না। তার কারণ হল, এমবেডেড ব্রাউজার থেকে সাইন-ইন বা লগ-ইন করার অপশন আর সাপোর্ট করে না Google।

আরও পড়ুন:  Condom: জানেন কি কন্ডোমের ইতিহাস ? আগে কিভাবে ব্যবহৃত হতো এই গর্ভনিরোধক

Battlegrounds Mobile India বিটা ভার্সন ডাউনলোড কী ভাবে করবেন?

পদ্ধতি 1 – প্রথমেই আপনাকে Google Play Store-এ যেতে হবে এবং তার পরে Battlegrounds Mobile India গেমের টেস্টিং পেজে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করুন। লিঙ্ক ওপেন করার পরই বিটা প্রোগ্রামে আপনি অংশ নিতে পারবেন।

পদ্ধতি 2 – আপনি একবার এই গেমের বিটা টেস্টার হয়ে গেলেই Google Play থেকে ডাউনলোড করতে পারবেন Battlegrounds Mobile India। মনে রাখবেন, এই একই লিঙ্কে আপনি যে কোনও সময়ে ক্লিক করে গেমের বিটা ভার্সন ডাউনলোড করতে পারবেন।

পদ্ধতি 3 – একবার ডাউনলোড লিঙ্কে ট্যাপ করলেই আপনাকে নিয়ে যাওয়া হবে গেমের পেজে।

পদ্ধতি 4 – এবার খুব সহজে আপনি ইনস্টল বাটনে ক্লিক করলে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম ডাউনলোড হতে শুরু করে দেবে। ডাউনলোড একবার হয়ে গেলেই আপনি লগ-ইন করতে পারবেন এবং Battlegrounds Mobile India খেলতেও পারবেন।

Featured article

%d bloggers like this: