25 C
Kolkata

BGMI : ফের ফিরছে BGMI

নিজস্ব প্রতিবেদন : এতদিন ধরে এত জল্পনা শোনা গিয়েছিল ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমটি শীঘ্রই কামব্যাক করতে পারে। এবার সেই গেমের সংস্থা ক্রাফটন সেই ইঙ্গিত দিল। সংস্থাটি এর মধ্যেই ইউটিউবে একটি নতুন চ্যানেলও তৈরি করেছে, যা ‘ক্রাফটন প্লেয়ার সাপোর্ট’ নামে পরিচিত। সেখানেই এমন একটি ভিডিয়ো পোস্ট করা হয়, যা বিজিএমআই কামব্যাকেরই ইঙ্গিত দিচ্ছে।

কীভাবে একজন তাঁর বিজিএমআই অ্যাকাউন্ট আনলিঙ্ক করতে পারেন, সেটি মুছে ফেলতে পারেন, একজন বিজিএমআই ব্যবহারকারীর প্রতিবেদন তৈরি করা ও গেমে বন্ধুদের ব্লক করা ও যোগ করার নিয়ে নানান নির্দেশিকা দেওয়া রয়েছে।

ভারতে টেকনিক্যাল গুরুজি নামে পরিচিত গৌরব চৌধুরী তার সাপ্তাহিক টেক ফোকাস ইউটিউব ভিডিও সিরিজের 12 তম পর্বে দাবি করেছিলেন যে, BGMI এই বছরের শেষ নাগাদ ফিরে আসতে পারে। টেকনিক্যাল গুরুজি সেই সময় দাবি করেছিলেন,’এই খবরটি আজকের জন্য আমার কাছে প্রিয়। আমরা সবাই অনেক দিন ধরে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার ফিরে আসার জন্য অপেক্ষা করছিলাম এবং অবশেষে আমাদের কাছে একটি তারিখও আসতে চলেছে। BGMI একটি নতুন অবতারে 2022 সালের শেষের দিকে ফিরে আসতে পারে।’

গেমটির সম্ভবত নাম পরিবর্তন করা হবে এবং একই নামে উপলব্ধ হওয়ার সম্ভাবনা যে খুব কম, সে কথাও জানিয়েছিলেন তিনি।

Featured article

%d bloggers like this: