নিজস্ব সংবাদদাতা: চলতি বছরে কথা বলা হয়েছিল নতুন এডিসনের গেমিং মনিটরের। গতবছরের কথা অনুযায়ী কাজ সফল। বাজারে এবছর এল গেমিং মনিটর। ফলে কনটেন্ট ক্রিয়েটর ও প্রফেশনাল গেমারদের জন্য হবে এটি হবে দারুণ উপযোগী একটি মনিটর!
৩২ ইঞ্চি স্ক্রিন সাইজের এই মনিটরের মডেল এম ৩২ কিউ। ফুল এইচডি থেকে দ্বিগুণ পিকচার কোয়ালিটি ছাড়াও ৯৪ শতাংশ ডিসিআই-পি থ্রি প্রযুক্তির এটা।
ফলে গেমাররা পাবেন ঝকঝকে স্পষ্ট ছবি। মনিটরের ইনপুট পোর্ট হিসেবে থাকছে দুটি এইচডিএমআই ২.০, একটি এয়ার ফোন জ্যাক, একটি ডিসপ্লে পোর্ট, ইউএসবি ৩.০ পোর্ট ও ইউএসবি সি পোর্ট।
গেমিং মনিটরের স্ট্যান্ডটির রয়েছে বিভিন্ন কোণে রাখার সুবিধা।
এছাড়াও এতে রয়েছে একটি এক্সক্লুসিভ ড্যাশবোর্ড, যেখানে হার্ডওয়্যার সম্পর্কিত তথ্য, যেমন সিপিইউ ভোল্টেজ, ক্লক স্পিড, টেম্পারেচারসহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য। এমনকি ড্যাশবোর্ডটি সুবিধামতো কাস্টমাইজও করা যাবে। এতে ১০০ মিমি পর্যন্ত ভেসা মাউনটিং করা যাবে।