25 C
Kolkata

iPhone 14-র স্পেশিফিকেশন ফাঁস, দাম শুনে সকলের চক্ষু চড়কগাছ

নিজস্ব প্রতিবেদন: বাজারে কবে লঞ্চ হবে সেবিষয়ে এখনও নির্দিষ্ট করে কোনও তথ্য এখনও প্রকাশ করা হয়নি Apple-এর তরফে। তবে তবে iPhone 14 বাজারে আসার আগেই Apple প্রেমীদের উন্মাদনা চোখে পড়ার মতো। এরই মাঝে লেটেস্ট মডেলের এই iPhone-এর স্পেশিফিকেশন প্রকাশ্যে। টুইটারে রীতিমতো ভাইরাল সেই স্পেশিফিকেশনের যাবতীয় খবর।

Apple-এর লেটেস্ট ফোন হতে চলেছে iPhone 14। এই লেটেস্ট ফোনে কী কী আনতে চলেছে কুপার্টিনোর এই টেক জায়ান্ট সংস্থাটি? জেনে নিন এই প্রতিবেদনে।যে স্পেশিফিকেশন প্রকাশ হয়েছে তা Apple-এর তরফে জানানো হয়নি। সুতরাং লিক হওয়া স্পেশিফিকেশন কতটা সঠিক সে বিষয়ে সন্দেহ থাকলেও বিশেষজ্ঞরা মনে করছেন লিক হওয়া স্পেশিফিকেশনের কাছাকাছি থাকবে আসন্ন iPhone 14-এর স্পেশিফিকেশন।

কী কী থাকছে নতুন এই বিগ বাজেটের ফোনে?কোনও ফিচারেই কোনও কার্পণ্য় করে না Apple। সবথেকে ভালো প্রযুক্তি ব্যবহার করা হয় তাদের প্রত্যেকটি প্রডাক্টে। এক্ষেত্রেও তারা অন্যথা হয়নি। ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে বা RAM, যে স্পেশিফিকেশন লিক হয়েছে তাতে দেখা গেছে বেস্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তাদের লেটেস্ট এই প্রডাক্টে।এমনটা হবে জানাও ছিল। সম্প্রতি এই ধরনের বেশ কিছু জল্পনা প্রকাশও পেয়েছিল। এবার তাতে নতুন সংযোজন ডিটেল স্পেশিফিকেশন। @Shadow_leak নামে একটি টুইটার অ্যাকাউন্ট যে স্পেশিফিকেশন ভাইরাল হয়েছে তাতে জানা গেছে, iPhone 14 Max এবং iPhone 14 Pro দুটি মডেলে ফোনটি বাজারে আসবে। দুটি মডেলেই 6.68 ইঞ্চি ফ্লেক্সিবল OLED স্ক্রিন দেওয়া হবে। যার রেজ়লিউশন থাকবে 2248X1284। এবং রিফ্রেশ রেট 90Hz।

আরও পড়ুন:  Sleeping Problem: অনিদ্রার সমস্যা ! ঘুম আসবে নিমেষে

সম্ভবত ফোনের ভিতরে থাকবে A15 বায়োনিক (5mm TSMC) চিপ। থাকবে 6GB LPDDR4X RAM। এবং সম্ভবত দুটি কনফিগারেশনে ফোনদুটি বাজারে আনা হবে। একটি 128GB এবং 256GB ভ্যারিয়েন্ট। টিপস্টার অনুযায়ী, iPhone 14 Max-এ দেওয়া হতে পারে ডুয়েল রিয়ার ক্যামেরা, এবং দুটি ক্যামেরা থাকবে 12MP-র।

দাম?iPhone-এর প্রতিটি ফোনের দাম তুলনামূলক অনেক বেশি। সুতরাং এই ফোনটিও যে ব্যতিক্রম হবে না সেবিষয়ে কোনও সন্দেহ নেই। বিভিন্ন টুইটের মাধ্যমে জানা গেছে 128GB ভ্যারিয়েন্টের দাম 899 মার্কিন ডলার হতে পারে, ভারতীয় অঙ্কে যা প্রায় 69,182টাকা। অন্যদিকে iPhone 14 Pro ফোনে দেওয়া হয়েছে 6.06 ইঞ্চি ফ্লেক্সিবেল OLED স্ক্রিন। যার রিফ্রেশ রেট 120Hz। স্ক্রিনের রেজ়লিউশন 2532X1170 রেজ়লিউশশন । Pro মডেলটি চারটি কনফিগারেশনে বাজারে আনা হচ্ছে। সেগুলি হল 128GB, 256GB এবং 512GB এবং 1TB। সঙ্গে 48MP-র প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। 6GB+128GB কনফিগারেশন মডেলের দাম হতে পারে ১০০৯৯ মার্কিন ডলার। ভারতীয় অঙ্কে যা প্রায় ৮৪ ৫৭৩ টাকা।

আরও পড়ুন:  Tourist Spot: মাত্র ১০০০ টাকায় ঘুরে আসুন ঐতিহাসিক স্থান

Featured article

%d bloggers like this: