নিজস্ব সংবাদদাতা: নতুন একটি বাজেট স্মার্টফোন লঞ্চ করল Nokia। এপ্রিল মাসে Nokia C20 লঞ্চ করেছিল কোম্পানি। এবার এই ফোনটির আপগ্রেড ভার্সন হিসেবে Nokia C20 Plus লঞ্চ করল HMD Global। এই স্মার্টফোনটির বিশেষ আকর্ষণ – শক্তিশালী ব্যাটারি, ডুয়াল রিয়ার ক্যামেরা আর ইউনিসক প্রসেসর। জেনে নিন Nokia C20 Plus স্মার্টফোটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম ।

Nokia C20 Plus-এর দাম: Nokia C20 Plus-এর দাম ৬৯৯ ইউয়ান ধার্য করা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় ৮,০০০ টাকার সমান। চিনে ফোনটি ২ রঙে পাওয়া যাবে – গ্রাফাইট ব্ল্যাক এবং ওশেন ব্লু। Nokia C20 Plus ভারত সহ বিশ্বের অন্যান্য দেশে কবে লঞ্চ হবে, তা এখনও পর্যন্ত কোম্পানি ঘোষণা করেনি।
Nokia C20 Plus-এর স্পেসিফিকেশন: নোকিয়া সি২০ প্লাস স্মার্টফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে রয়েছে। যার রেজোলিউশন ৭২০x১৬০০ পিক্সেলস, এসপেক্ট রেশিও ২০:৯। ফোনের ভিতরে রয়েছে অক্টা কোর Unisoc SC9863a প্রসেসর। একটি স্টোরেজ ভেরিয়েন্টেই পাওয়া যাবে ফোনটি – ৩ জিবি র্যাম + ৩২ জিবি মেমরি। ফোনর স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে, ২৫৬ জিবি পর্যন্ত।

ছবি তোলার জন্য এই ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। যাতে রয়েছে ৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফি আর ভিডিও কলিং -এর জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। উল্লেখযোগ্য, নোকিয়া সি২০ ফোনটি ৫ মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা হিসেবে এসেছিল।
পাওয়ারের জন্য ফোন রয়েছে ৪,৯৫০ এমএএইচ ব্যাটারি যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। কিন্তু, নোকিয়া সি২০ স্মার্টফোনে ৩,০০০ এমএএইচ ব্যবহার করা হয়েছিল। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে চলবে।