29 C
Kolkata

একধাক্কায় দাম কমলো 4000 টাকা

নিজস্ব সংবাদদাতা: এক দিকে নতুন স্মার্টফোন লঞ্চের তোড়জোড় করছে OnePlus, আর এক দিকে ঠিক তেমনই জনপ্রিয় এক স্মার্টফোনের দামেও বড় ছাড় দিল। ভারতে 2020 সালের জনপ্রিয় OnePlus 8T স্মার্টফোনের দাম কমাল কোম্পানি। ফলে OnePlus 8T ফোনটির দাম ভারতে OnePlus 9R-এর থেকেও কমে গেল। গত বছর অক্টোবরে OnePlus 8T ফোনটি লঞ্চ করা হয়েছিল 42,999 টাকায়। সেই ফোনের দামই এক ধাক্কায় 4000 টাকা কমল। এই OnePlus 8T স্মার্টফোনে রয়েছে Snapdragon 865 প্রসেসর।

OnePlus 8T প্রাইস কাটের পর নতুন দাম কত?
OnePlus 8T ফোনের সব ভ্যারিয়্যান্টের দামই 4000 টাকা করে কমানো হয়েছে। ফলে, ফোনটির 8GB + 128GB স্টোরেজ মডেলের নতুন দাম 38,999 টাকা। অন্য দিকে আবার ফোনটির প্রাইস কাটের পর 12GB + 256GB স্টোরেজ মডেলের OnePlus 8T-র দাম ভারতে 41,999 টাকা। এই নতুন দামে ফোনটি ইতিমধ্যেই উপলব্ধ হয়েছে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং Amazon-এ।

OnePlus 8T স্পেসিফিকেশনস ও ফিচার্স –

আরও পড়ুন:  Condom: জানেন কি কন্ডোমের ইতিহাস ? আগে কিভাবে ব্যবহৃত হতো এই গর্ভনিরোধক

OnePlus 8T ফোনে একটি 6.55 ইঞ্চির ফুল HD+ ফ্লুইড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন 1,080×2,400 পিক্সেলস, রিফ্রেশ রেট 120Hz, অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং পিক্সেল ডেনসিটি 402ppi। পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে একটি Qualcomm Snapdragon 865 প্রসেসর। এছাড়া সফ্টওয়্যারের দিক থেকে ফোনটি চালিত Android 11 বেসড OxygenOS 11 দ্বারা।

ফোটোগ্রাফি ডিপার্টমেন্টের দিক থেকে এই ফোনে রয়েছে একটি কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 48MP। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে একটি 16MP ক্যামেরা, একটি 5MP ম্যাক্রো সেন্সর এবং আর একটি 2MP মনোক্রোম সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে থাকছে 16MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

কানেক্টিভিটির দিক থেকে OnePlus 8T ফোনে রয়েছে Wi-Fi, Bluetooth v5.1, GPS, NFC, GLONASS এবং USB Type-C পোর্ট। অত্যন্ত শক্তিশালী 4,500mAh ব্যাটারি রয়েছে এই ফোনে, যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন:  Refrigerator Buying Guide: গরম পড়তেই ফ্রিজ কিনছেন ? ঠকে যাবেন

Featured article

%d bloggers like this: