32 C
Kolkata

WhatsApp Feature: হোয়াটসঅ্যাপে নিজের ছবি দিয়ে বানানো যাবে স্টিকার-জিআইএফ !

আবারও নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হয় অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। এবার আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে হাজির ম্যাসেজিং অ্যাপটি। এবার থেকে আইওএস ব্যবহারকারীরা বানাতে পারবেন স্টিকার এবং মজাদার জিআইএফ। নিজের ছবি দিয়ে স্টিকার বা জিআইএফ বানানোর ক্ষেত্রে অন্য অ্যাপের উপর নির্ভর করতে হত। কিন্তু এবার সেই সমস্যার অবসান ঘটাল হোয়াটসঅ্যাপ।

নিজের ফোনের গ্যালারিতে থাকা ছবি ব্যবহার করে সহজেই হোয়াটসঅ্যাপ জিআইএফ ও স্টিকার বানাতে পরবেন আইফোন ব্যবহারকারীরা। তবে যাঁরা আইওএস ১৬ আপডেট করেছেন তারাই একমাত্র এই সুবিধা ভোগ করতে পারবেন। যারা এই আপডেট করেননি তাঁরা হোয়াটসঅ্যাপের নতুন ফিচারের সুবিধা ভোগ করতে পারবেন না।

আইফোন ব্যাবহারকারীর কীভাবে এই সুবিধা ভোগ করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক, গ্যালারি থেকে আপনাকে প্রথম একটি ছবি পছন্দ করতে হবে। তারপর সেই ছবির উপর আঙ্গুল দিয়ে চাপ বেশিক্ষন চাপ দিয়ে সেটিকে হোয়াটসঅ্যাপ চ্যাটে নিয়ে আসতে হবে। চ্যাটে নিয়ে আসার পর স্টিকার তৈরির জন্য বিকল্প অপশন দেবে হোয়াটসঅ্যাপ। সেগুলির মধ্যে একটি অপশন বেছে নিয়ে স্টিকার বানাতে হবে। আপনি চাইলে স্টিকারটি নিজের ফোনের গ্যালারিতে সেভ করতেও পারবেন।

আরও পড়ুন:  Marriage in Custody: জেলবন্দি প্রেমিক প্রেমিকারা কি চাইলে বিয়ে করতে পারেন ?

Featured article

%d bloggers like this: