নিজস্ব প্রতিবেদন: টানা দ্বিতীয়বার ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হকি বিশ্বকাপ। এই প্রথম পরপর দুটি বিশ্বকাপ আয়োজন করছে কোনো দেশ। ১৬টি দেশ নিয়ে ১৩ জানুয়ারি থেকে ভুবনেশ্বর ও রাউরকেল্লা- ওড়িশার এই দুটি শহরে বসবে হকি বিশ্বকাপের আসর। চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৬ টি দল বিভক্ত রয়েছে ৪ টি পুলে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান যোগ্যতা অর্জন করতে না পারায় টুর্নামেন্টে খেলবে না
দেখে নিন কোন পুলে কোন কোন দল রয়েছে-
পুল এ: অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ফ্রান্স এবং দক্ষিণ আফ্রিকা।
পুল বি: বেলজিয়াম, জার্মানি, কোরিয়া এবং জাপান।
পুল সি: নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, মালয়েশিয়া ও চিলি।
পুল ডি: ভারত, ইংল্যান্ড, স্পেন ও ওয়েলস।
আসন্ন হকি বিশ্বকাপে পাল্লা ভারী ভারতের দিকে। ম্যাচগুলি হবে ওড়িশার রাউরকেল্লা ও ভুবনেশ্বরে। রাউরকেল্লায় ২০ হাজার আসনের বিশ্বের সর্ববৃহত্ হকি স্টেডিয়ামে হবে ম্যাচ। বেশ কয়েকবছর ধরে ভারতীয় হকির পীঠস্থান হয়ে উঠেছে ওড়িশা। হকিকে কেন্দ্র করে সে রাজ্যের সরকারের বিভিন্ন উদ্যোগ চোখে পড়ার মতো। ২০১৮ সালেও ভারতের মাটিতে হকি বিশ্বকাপ আয়োজিত হয়। ভারত শেষবার হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ১৯৭৫ সালে।