নিজস্ব প্রতিবেদন: ১৬টি দেশ নিয়ে ১৩ জানুয়ারি থেকে ভুবনেশ্বর ও রাউরকেল্লা- ওড়িশার এই দুটি শহরে বসবে হকি বিশ্বকাপের আসর। চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। এই মুহুর্তে আন্তর্জাতিক হকি ফেডারেশনের তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, দ্বিতীয় স্থানে বেলজিয়াম, তৃতীয় স্থানে নেদারল্যান্ডস, জার্মানি রয়েছে চতুর্থ ও ইংল্যান্ড রয়েছে পঞ্চম স্থানে। ষষ্ঠ স্থানে রয়েছে আয়োজক দেশ ভারত। আসন্ন হকি বিশ্বকাপে ফেভারিট হিসেবে উঠে আসছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও ভারতের নাম।
খাতায়-কলমে অনেকটাই এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তারা এখনও পর্যন্ত ৯২ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। তার মধ্যে ৬৯ টিতেই জিতেছে। শতকরার বিচারে ৭৫ শতাংশ। গোল করেছে ৩০৫টি। ওশিয়ানিয়া মহাদেশ থেকে তারাই সবথেকে বেশি বিশ্বকাপ জেতে। ১৯৮৬, ২০১০ এবং ২০১৪ হকি বিশ্বকাপ জয়ী হয় অস্ট্রেলিয়া। এরপর বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে তালিকায় থাকছে নেদারল্যান্ডস। গত বিশ্বকাপেও তারা ফাইনালে উঠেছিল। বেলজিয়ামের কাছে হেরে চতুর্থ বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয় তাদের। ২০২৩ বিশ্বকাপ জিতলে তারা পাকিস্তানের সাথে যৌথভাবে সর্বাধিক বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়বে। বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ড একমাত্র দল যাদের একশো টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।
তৃতীয় দেশটি হলো বেলজিয়াম। বর্তমানে তারাই এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। শুধু বিশ্বকাপই নয় অলিম্পিকও বেলজিয়াম জিতেছে। ২০১৮ বিশ্বকাপের সকলকে অবাক করে ডাচদের হারিয়ে প্রথমবার হকি বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ইউরোপের দেশটি। অনেকেই বলছেন ২০২৩ বিশ্বকাপ জিতেও নজির গড়তে পারে তারা। আয়োজক দেশ ভারতকেও অনেকে ফেভারিট মনে করছেন। ভারত শেষবার বিশ্বকাপ জেতে ১৯৭৫ সালে। দীর্ঘ ৪৭ বছরের ট্রফি করা কাটিয়ে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হতে পারে তারা এবার। ভারতীয় হকি দল বেশ কয়েকটি উজ্জ্বল পারফরম্যান্স করেছে গত বছর। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ, বার্মিংহামে কমনওয়েলথ গেমসে সিলভার, এশিয়া কাপে ব্রোঞ্জ জিতেছে হরমনপ্রীতরা। প্রো লিগে তৃতীয় স্থান অধিকার করে ভারত। কাজেই এবার বিশ্বজয়ের হাতছানি ভারতের সামনে।