25 C
Kolkata

Himalaya: গাইড ছাড়া হিমালয়ে ট্রেকিং করা যাবে না, সিদ্ধান্ত নেপাল সরকারের

প্রতি বছরই হিমালয় অভিযান ও তুষারপাতে অগনিত মানুষ প্রাণ হারান , বিশেষ করে শেরপার সাহায্য ছাড়া ট্রেক করার জন্যই হয়েছে একের পর এক দুর্ঘটনা। আর তাই এবার কঠিন পদক্ষেপ নিল নেপাল সরকার । স্থানীয় গাইড ও শেরপা ছাড়া হিমালয় অঞ্চলে একা একা ট্রেকিং নয়। বিদেশিদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে নেপাল সরকার। আগামী ১ এপ্রিল থেকে প্রয়োগ হবে এই নতুন নিয়ম। বিদেশি ট্রেকারদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই নিয়ম চালু করা হচ্ছে বলে জানিয়েছে কাঠমাণ্ডু। নেপাল ট্যুরিজম বোর্ডের মুখপাত্র এ বিষয়ে বলেছেন, “একা হিমালয়ে ট্রেকিং করতে গিয়ে প্রতিবছরই দুর্ঘটনার কবলে পড়ছেন বিদেশিরা। এই সংখ্যা গত কয়েক বছরে উত্তরোত্তর বেড়েছে। এতে আমাদের দেশের ভাবমূর্তি খারাপ হচ্ছে। তাই এমন পদক্ষেপ নেওয়া হল।” নেপাল প্রশাসনের দাবি, ট্রেকিং করতে গিয়ে প্রতিবছর হিমালয়ের কোলে হারিয়ে যান ৪০ থেকে ৫০ জন বিদেশি পর্যটক। তাদের সঙ্গে আর যোগাযোগ করা যায় না। অনেক ক্ষেত্রে তাঁদের মৃতদের উদ্ধার করাও সম্ভব হয় না বলে জানিয়েছে তারা।

আরও পড়ুন:  Panchayat Election: এপ্রিলেই পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা

Featured article

%d bloggers like this: