নিজস্ব সংবাদদাতা: বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর তাতে আয়কর কাঠামো অপরিবর্তিত থাকায় মন ভেঙেছে মধ্যবিত্ত শ্রেণির। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মিমের বন্যা। মুহূর্তে ভাইরাল সাধারণ বাজেট সংক্রান্ত সেই মিমগুলি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে কটাক্ষ করে একের পর এক মিমে ছয়লাপ নেটমাধ্যম। পুষ্পা ছবির ডায়লগও ব্যবহৃত হয়েছে মিমে। ক্রিপ্টো লগ্নিকারীদের হাল বোঝাতে আল্লু আর্জুনের বিখ্যাত ডায়লগকে ঘুরিয়ে লেখা হয়েছে, ”ম্যায় বেচেগা হি নেহি।” কোথাও মুন্নাভাই ও সার্কিটকে দিয়ে নিজের বেদনা বোঝাচ্ছে মধ্যবিত্ত। যেখানে সার্কিট মুন্নাভাইকে বলছে, ‘ভাই, এ তো শুরুর আগেই শেষ!’ কেউ আবার লিখেছেন দীপিকা পারুকোনের গানের লাইন ব্যবহার করে, ”যারা শর্ট পে নিপটাও না। সিধে পয়েন্ট পে আও না।” এমন হাজারো মিম ছড়িয়েছে নেট দুনিয়ায়। আর অর্থনীতিবিদদের মতে, করকাঠামোয় বদল না আসায় বাজারে চাহিদা সেভাবে বাড়বে না৷ ফলে, এই কোভিড আবহে অর্থনীতি কতখানি সমৃদ্ধ হবে তার আশঙ্কাও করেছেন তাঁরা।