বিশেষ সংবাদদাতা :: কোভিড কালে দুহাজার কুড়ি এবং একুশ সালে গহনা শিল্প মার খেয়েছে নিদারুন ভাবে. তাই একগুচ্ছ দাবি দাওয়া অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে পেশ করেছে ভারতীয় জেম ও জুয়েলারি সংস্থা. তাদের দাবির মধ্যে আছে স্বর্নালঙ্কারের ওপর জি এস টি হার কমানোর. বর্তমানে তিন শতাংশ জি এস টি দিতে হয় গহনার পরে ওপর.
সেটিকে সোয়া শতাংশ করার দাবি জানান হয়েছে. এছাড়া প্যান কার্ডের উর্ধসীমা দু লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ করার দাবিও জানান হয়েছে. কুড়ি ক্যারেট এর সোনার গয়নার ওপর কর কমানোর কথাও বলা হয়েছে. জেমস ও জুয়েলারি সংস্থা প্রধানমন্ত্রীর কাছেও জানিয়েছে যে তারা কোভিড এর ফলে বহু সহকর্মীকে যেমন. হারিয়েছে তেমনই ভোক্তার অভাবে শিল্প মার খেয়েছে.
এই অবস্থায় এই শিল্পকে বাঁচাতে সরকারি অনুকুল্য চাই. তাই এই বাজেট এ যেন সেই দিকে নজর দেওয়া. হয়.