সংসদে রাষ্ট্রপতির ভাষণের জবাবি ভাষণ শুরুর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা বৈঠকে হাজির হলেন তৃণমূল ও আপের নেতৃত্বরা। তৃণমূলের পক্ষ থেকে ছিলেন দুই শীর্ষ নেতা। ডিএমকে, এনসিপি, শিব সেনা উদ্ধব ঠাকরের মতো বেশ কয়েকটি দলও প্রত্যাশিতভাবেই উপস্থিত ছিল এদিনের বৈঠকে। তৃণমূলের (Trinamool Congress) তরফে খোদ দলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ও ‘ব্রায়েন এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। আপের তরফে সঞ্জয় সিং বৈঠকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এর আগে সংসদের বেশ কয়েকটি অধিবেশনে তৃণমূল (Trinamool Congress) খুব সচেতনভাবেই কংগ্রেসের সঙ্গ এড়িয়ে গিয়েছে। ইস্যু এক হলেও বিরোধী শিবিরের দুই অন্যতম শক্তিকে আলাদা আলাদাভাবে আন্দোলন করতে দেখা গিয়েছে। কংগ্রেসের ডাকা বৈঠকগুলিও এড়িয়ে যেত তৃণমূল। কোনও কোনও বৈঠকে তৃণমূল উপস্থিত থাকলেও দ্বিতীয় সারির কোনও সাংসদকে প্রতিনিধি হিসাবে পাঠানো হত। কিন্তু গত শীতকালীন অধিবেশনের শুরুতে ছবিটা বদলায়। শীতকালীন অধিবেশনের আগে খাড়গের ডাকা বৈঠকে হাজির ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবার একইরকমভাবে খাড়গের বৈঠকে হাজির তৃণমূলের দুই শীর্ষ নেতা।