25 C
Kolkata

UP Poll : সমাজবাদী পার্টির নেতাদের “ইতর ওয়ালে মিত্র” বললেন যোগী

নিজস্ব সংবাদদাতা : রবিবার সকাল সাতটা থেকে উত্তরপ্রদেশে পঞ্চম দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ১২টি জেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৯৩ জন প্রার্থী। দু’ কোটিরও বেশি ভোটদাতা এদিন উত্তরপ্রদেশের ভাগ্য নির্ধারণ করতে চলেছেন। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে চিত্রকূটে। শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে বলে দাবি করেছে উত্তরপ্রদেশের CEO-র দফতর।

উত্তরপ্রদেশের নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এ বছর নির্বাচনী প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন মহিলারাও। সমাজবাদী পার্টির নেতাদের “ইতর ওয়ালে মিত্র” বলে কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন গোরক্ষপুরের জনসভায় তিনি বলেন, “ওঁরা যদি (সমাজবাদী পার্টি)ক্ষমতায় থাকত, তাহলে টাকাকড়ি লকারে পুরত শুধু। কোভিডের টিকা বাজারে বিক্রি হতো। কোনও সাধারণ মানুষ বিনামূল্যে টিকা পেত না। গরিবরা বঞ্চিত হতো।

আরও পড়ুন:  Viral News: সত্যিই কি টাকা দিয়েই সুখ কেনা যায় ! কি বলছে অর্থনীতিবিদের গবেষণা

যাতে সকলে ভ্যাকসিন পায় সেটা BJP সরকার নিশ্চিত করেছে।” সকাল সকাল ভোটদানের আর্জি জানান যোগী আদিত্যনাথ। তিনি বলেন, “পেহলে মতদান, ফির জলপান।”এদিকে রামপুর খাস কেন্দ্রের বিদায়ী বিধায়ক হ্যাটট্রিকের লক্ষ্যে এগোচ্ছেন। যদিও প্রতিপক্ষের দাবি, “এই নির্বাচনে নেপোটিজম শেষ হবে।”

Featured article

%d bloggers like this: