29 C
Kolkata

Chicken: গিনে‌‌স বুকে উঠল এক মুরগি নাম !‌ কেন জানেন ?‌

এবার মুরগি জায়গা করে নিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। আমেরিকার মিশিগানে পিনাট নামের একটি মুরগি ইতিমধ্যেই বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। মুরগিটির বয়সের জন্যই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে সে স্থান পেয়ছে। পিনাটের বয়স ২০ বছর ৩০৫ দিন। ২০০২ সালের বসন্তে জন্ম পিনাটের। তবে মা, ভাই–বোনদের সঙ্গে বেড়ে উঠতে পারেনি সে। একা একাই বড় হয়েছে। পিনাটের জন্মের আগেই তার ডিম ফেলে রেখে অন্য বাচ্চাদের নিয়ে তার মা চলে যায়। পিনাটের মালিক মার্সি ডারউইন পিনাটের মায়ের ফেলে যাওয়া ডিমটিকে নষ্ট ভেবে জলে ফেলতে যাচ্ছিলেন। তখন খেয়াল করেন যে একটি মুরগি ডিম ফুটে বের হচ্ছে। সেই থেকেই মার্সির সঙ্গে আছে পিনাট।  মার্সি জানিয়েছেন, পিনাটের খাবারের তালিকায় থাকে তাজা সবজি, ফল, দই, ভিটামিন ডি ট্যাবলেট, পরিষ্কার জল। 

আরও পড়ুন:  FD Interest Rate: ফিক্সড ডিপোজিটে ফের বাড়ল সুদের হার !

Featured article

%d bloggers like this: