‘পোকেমন’-এর বিখ্যাত চরিত্রের সঙ্গে রয়েছে মিলআরশোলার নাম শুনলেই অনেকেরই গা ঘিনঘিন করে ওঠে। আর সেই আরশোলা যদি উড়তে থাকে তাহলে তো আর রক্ষে নেই। তাছাড়া একবার যদি বাড়িতে ঢোকে তাহলে কয়েকদিনের মধ্যেই সংখ্যায় প্রাণীটি বাড়তে থাকে। আর সেই আরশোলারই এক নতুন প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। এতদিন খুব একটা মানুষের নজরে না এলেও সম্প্রতি সিঙ্গাপুরের বিজ্ঞানীদের চোখে পড়ে গিয়েছে। বিবর্তনের অন্যতম প্রাচীন প্রাণী হিসাবে আরশোলা নিয়ে বরাবরই বিজ্ঞানীদের বেশ আগ্রহ রয়েছে।
তথ্য বলছে, যুগের সঙ্গে বহু পরিবর্তন এলেও আজও পৃথিবীতে টিকে রয়েছে আরশোলা প্রজাতি। যদিও আদিকাল থেকে দেখলে আরশোলার জন্মলগ্নের বহু প্রাণীই ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গিয়েছে। আর সেই আরশোলারই এক নতুন প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে সিঙ্গাপুরে। যার সঙ্গে পোকেমনের সেই সুন্দরী আরশোলার মিল খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। তাই তাঁরা সেই নতুন প্রজাতিটির নাম দিয়েছেন ‘ফেরোমোসা’। লি কং চেন ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিশেষজ্ঞ প্রাণীবিদরা জানিয়েছেন যে আরশোলা নটিকোলাইডি পরিবারের অন্তর্গত।
সংশ্লিষ্ট পরিবারের 32 টি প্রজাতির অস্তিস্ত্ব এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে। যার মধ্যে সদ্য সন্ধান পাওয়া আরশোলাটি একেবারে নতুন বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।ঠিক কী রকম দেখতে নতুন প্রজাতির আরশোলা? বিজ্ঞানীরা জানিয়েছেন, দেখতে সাধারণ আরশোলার মতো এক রকম হলেও ওই প্রজাতিটির দেহের গঠন এবং অঙ্গ-প্রত্যঙ্গ অন্য আরশোলাদের থেকে আলাদা। লি কং চেন ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের এবং ইউপিএলবি মিউজ়িয়াম ফর ন্যাচরাল হিস্ট্রি-র দুই গবেষক ফু মাওসেং এবং ক্রিস্টিয়ান লুকান্স তাঁদের গবেষণাপত্রে নতুন প্রজাতির আরশোলা নিয়ে এমনটাই উল্লেখ করেছেন।
নতুন প্রজাতির সঙ্গে সাধারণ আরশোলার মিল পাওয়ার চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। তবে সাধারণ আরশোলার সঙ্গে মিল পাওয়া যাক বা না যাক, ইতিমধ্যেই জনপ্রিয় কার্টুন ‘পোকেমন’ অ্যানিশন সিরিজের সেই সুন্দরী আরশোলার সঙ্গে বেশ মিল পাওয়া গিয়েছে। তাই ভিন্ন ধরনের নতুন ‘ফেরোমোসা’ আরশোলা নিয়ে মানুষের কৌতূহল বেড়েই চলেছে।