হায়দ্রাবাদে শ্যুটিং সেটে চরম আহত হয়েছিলেন অমিতাভ বচ্চন। তিনি নিজেই জানিয়েছেন বুকের পাঁজরে আঘাত পেয়েছেন তিনি, কার্টিলেজ ছিঁড়ে গিয়েছে। একই রেশ অব্যাহত টলিউডেও। শুটিংয়ে মারাত্মক আহত হলেন অভিনেতা-সাংসদ দেব। সম্প্রতি তিনি ‘বাঘাযতীন’-এর শ্যুটিংয়ের জন্যে রয়েছেন ওড়িশার বারিপোদায়।
গত এক সপ্তাহ ধরে সেখানেই রয়েছে গোটা টিম। অরুণ রায় পরিচালিত ছবি ‘বাঘাযতীন’-এ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। কিছুদিন আগেই ছবিতে দেবের ফার্স্ট লুক মুক্তি পেয়েছে। যতীন্দ্র মুখোপাধ্যায়ের লুকে দেবকে বেশ পছন্দ করেছেন ভক্তরা। ছবির অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়েই চোখে চোট পেয়েছেন তিনি। মঙ্গলবার রাতে হোলির শুভেচ্ছা জানিয়ে বাঘাযতীনের গোটা টিমের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানেই গোটা টিমের মাঝে মধ্যমণি ছিলেন দেব। মুখে এক গাল হাসি।
কিন্তু তাঁর বাঁ দিকের চোখে সাদা তুলো দিয়ে ব্যান্ডেজ বাঁধা। তখনই জানা যায় তিনি আহত। সেই ছবি দেখেই উদ্বেগ হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। তবে অভিনেতা নিজে থেকে কিছুই জানাননি যে, কিভাবে তিনি চোট পেলেন। উল্টে আবীর মাখা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেতা। এই চোট শুটিং সেটের কিনা তাও নিশ্চিত নয়। দেবকে শেষ দেখা যায় ‘প্রজাপতি’ ছবিতে। যেটি ২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল। মিঠুন চক্রবর্তীর সঙ্গে বাবা-ছেলের জুটি বেঁধেছিলেন নায়ক। বক্সঅফিসে এখনও প্রশংসা কুড়িয়ে যাচ্ছে ছবি। প্রজাতন্ত্র দিবসের দিন সকালে ‘বাঘাযতীন’-এর প্রথম লুকে সকলকে চমকে দেন তিনি। কপাল ভর্তি চন্দন, উস্কো খুশকো চুল, গালভর্তি দাড়ি, নস্টালজিক দেবকে চেনা কঠিন। ছবিতে আরও অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী, রোহন ভট্টাচার্য এবং নতুন নায়িকা সৃজা দত্ত।