পুলিশ আছে বলেই আমরা শান্তিতে ঘুমাতে পারেন। পৃথিবীর কমবেশি প্রত্যেকটা দেশেই এই পুলিশি ব্যবস্থা রয়েছে। যারা আইন-শৃঙ্খলা রক্ষার কাজ করে থাকেন। আচ্ছা, এই ‘পুলিশ’ এর ধারণা কোথা থেকে এল ?
প্রাচীনকাল থেকে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য শাসকরা বিশেষভাবে লোক নিয়োগ করত। পরবর্তীকালে সেখান থেকে পুলিশের ধারণা আসে। এই পুলিশ শব্দটি পাওয়া যায় সপ্তদশ শতকে প্রকাশিত দ্যা সেকেন্ড পার্ট অফ দা ইনস্টিটিউট অফ দ্যা লস অফ ইংল্যান্ড নামক বইতে। প্রাচীন কাল থেকে রাষ্ট্রের সাংবিধানিক অঙ্গ হিসেবে পুলিশের মতো বিশেষ বাহিনী কাজ করে চলেছে। যাদের হাতে আইনসম্মত ভাবে গ্রেফতার করার ক্ষমতা রয়েছে। পুলিশ বাহিনী মূলত জনসেবায় নিয়োজিত এক প্রতিষ্ঠান। পুলিশের ইতিহাস আরো প্রাচীন। সেই খ্রিস্ট জন্মের বহুবছর আগে থেকেই নাকি পৃথিবীতে এই ব্যবস্থার প্রচলন ছিল। প্রাচীন চৈনিক সভ্যতায় ছিল পারফেক্টস নামক এক বিশেষ বাহিনী। যেখানে নারী-পুরুষ উভয় থাকত। এদের হাতেই ছিল আইন-শৃঙ্খলা রক্ষার কাজ।
আপনি কি জানেন কলকাতা পুলিশের পোষাক সাদা কেন ? ভারতের বিভিন্ন রাজ্যের পুলিশের পোশাক দেখা গিয়েছে খাকি রঙের। যদিও শুধু কলকাতা পুলিশ নয় পশ্চিমবঙ্গের যতগুলি পুলিশ কমিশনারেট আছে সেখানে পুলিশদের সাদা পোশাক পরতে দেখা গিয়েছে। ১৮৪৫ সালে ব্রিটিশ শাসনকালে তৈরি হয়েছিল কলকাতা পুলিশ। তখনই ব্রিটিশ অফিসার আলোচনার মাধ্যমে কলকাতা পুলিশের ইউনিফর্ম সাদা রঙের করা হয়। কলকাতা পুলিশ বাদ দিয়ে রাজ্য পুলিশের পোশাক খাকি রংয়ের। তারপরে ১৮৬১ সালে তৈরি হয় বেঙ্গল পুলিশ। ১৮৪৭ সালে ব্রিটিশ সরকারের একজন কর্মকর্তা কলকাতা পুলিশের সাদা পোশাক বদলে খাকি ইউনিফর্ম পরার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কলকাতা পুলিশ। কারণ হিসেবে জানিয়েছিল কলকাতার পরিবেশ খুব আর্দ্র। আবহাওয়ার দিক থেকে সাদা রং উত্তম হবে। সেখান থেকে আজ পর্যন্ত তিলোত্তমার পুলিশের পোশাক সাদাই রয়ে গিয়েছে।