32 C
Kolkata

Lionel Messi : মেসিকে অপহরণের ছক !

আর্জেন্তিনার রোজারিওতে মেসির স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জার পরিবারের মালিকানাধীন সুপার মার্কেটে হামলা চালিয়ে মেসিকে হুমকি। খুনের হুমকির মুখে পড়লেন আর্জেন্তিনা সুপারস্টার লিওনেল মেসি। বৃহষ্পতিবার এই ঘটনাটি ঘটে। হষ্পতিবার সুপারমার্কেটটি বন্ধ থাকে। সেই সময় গুলি চালানো হয়। মোট ১৪ টি গুলির দাগ পাওয়া যায়। পুলিশের অনুমান সামনে থেকেই গুলি করা হয়েছে সুপার মার্কেটের দরজায়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার পিছনে কোনও কারণ দেখতে পাচ্ছেন না। তাদের সঙ্গে কোনও সমস্যা নেই বলেও জানা গিয়েছে। রোকুজ্জা পরিবারকে এরআগে কোনও হুমকির মুখে পড়তে হয়নি। জানা গিয়েছে বাইকে করে দু’জন ব্যক্তি এসে সুপারমার্কেটের দরজা লক্ষ্য করে গুলি চালায়। শুধু গুলি করেই ক্ষান্ত থাকেনি আততায়ীরা। তারা সুপার মার্কেটের দরজার সামনে একটি চিঠি রেখে যায়। যেখানে লেখা, “মেসি, আমরা তোমার অপেক্ষায় আছি। মেয়র একজন নার্কো, ও তোমাকে বাঁচাবে না।” এই ঘটনায় মুখ খুলেছেন রোজারিও মেয় জাভকিন। তিনি এই ঘটনায় পুলিশ বাহিনীকে দোষারোপ করেছেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে এই পোর্ট শহরে একাধিক সংগঠিত হিংসার ঘটনায় ঘটছে। এটা তার প্রমাণ। মূলত এখানে জাহাজে করে গম আনা হয়। সেই কারণে দুষ্কৃতিদের সংখ্যা বাড়ছে। শহরের মেয়র বলেন, “আমি রোকুজ্জা পরিবারের সঙ্গে কথা বলেছি। ওরা চিন্তিত নিরাপত্তা নিয়ে।”

আরও পড়ুন:  Pension:খেজুরি বিধানসভার বিধায়ক,প্রাপ্য পেনশনের জন্য ঘুরছেন দোরে দোরে

Featured article

%d bloggers like this: