24 C
Kolkata

Shanibar: উদয় হয়ে ধনরাজ যোগ সৃষ্টি করেছে শনি ! জীবন বদল ৩ রাশিতে

জ্যোতিষ অনুসারে কোনও গ্রহই অস্তাচলে থাকা শুভ ফলদায়ী নয়। যে কোনও গ্রহ অস্ত গেলে তার প্রভাব কমে যায়। আসলে যখন যে গ্রহ সূর্যের কাছাকাছি আসে, তখন সেই গ্রহ অস্ত গিয়েছে বলে মনে করা হয়। কারণ সূর্যের প্রচণ্ড তেজে সেই গ্রহের ক্ষমতা হ্রাস পায়। আবার সূর্যের থেকে দূরে সরে গেলেই সেই গ্রহের উদয় হয়। গত ৩০ জানুয়ারি ২০২৩-এ স্ব-রাশি কুম্ভে অস্ত গিয়েছিল শনি।

শনির অস্তাচলে থাকার অশুভ প্রভাব সেই সময় পড়েছিল বিভিন্ন রাশির জাতকদের উপর। গত ৬ মার্চ কুম্ভ রাশিতেই উদয় হয়েছে শনি মহারাজের। শনি উদয় হওয়ায় অনেক রাশির জাতকদের জীবনে অনেক সমস্যার সমাধান হয়েছে। এর পাশাপাশি শনি উদয় হয়ে সৃষ্টি করেছে ধনরাজ যোগ। এই শুভ যোগের প্রভাবে দারুণ লাভের মুখে তিন রাশির জাতকরা। এই সময় এই তিন রাশির জাতকদের যেমন আর্থিক বৃদ্ধির যোগ আছে, তেমনই সাফল্য মিলবে কেরিয়ারেও।

আরও পড়ুন:  Bunokali Temple: ছাগলের কান কেটে বেলপাতায় করে পুজো দিলেই সন্তুষ্ট মা কালী, শেয়ার করলেই পূরণ হবে মনের আশা

দেখে নিন শনির ধনরাজ যোগে ধনলাভের যোগ কোন কোন রাশিতে। শনির ধনরাজ যোগে কেরিয়ারে প্রচুর উন্নতি করবেন বৃষ রাশির জাতকরা। এই সময় আরও বেশি টাকা বেতনের নতুন চাকরির প্রস্তাব পেতে পারে তাঁরা। বর্তমান চাকরিতেও বড় প্রোমোশন পেতে পারেন। যাঁরা ব্যবসা করছেন, তাঁদের লাভ বাড়বে। নতুন প্রকল্প শুরু করতে পারেন। বিয়ের কথা পাকা হতে পারে।

শনির ধনরাজ যোগের প্রভাবে প্রচুর আর্থিক লাভ করবেন সিংহ রাশির জাতকরা। কোনও সূত্র থেকে আচমকা প্রচুর টাকা এদের হাতে আসতে পারে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। নতুন উপার্জনের সূত্র খুঁজে পেতে পারেন। সম্পত্তি থেকেও আর্থিক লাভ হবে। কোনও পুরনো সমমস্যা মিটে যাবে। সব কাজেই সাফল্য পাবেন সিংহ রাশির জাতকরা।

আরও পড়ুন:  Weather Update: আজ ও কাল পশ্চিমবঙ্গের ৮ টি জেলাসহ কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা !

শনির উদয়ের ফলে সৃষ্টি হওয়া ধনরাজ যোগের প্রভাবে আর্থিক অবস্থা শক্তিশালী হবে কুম্ভ রাশির জাতকদের। শনির উদয়ের ফলে কুম্ভ রাশির ছকে শশরাজ যোগেরও সৃষ্টি হয়েছে। এই দুই যোগের প্রভাবে প্রচুর আয় করবেন কুম্ভের জাতকরা। শনির সাড়ে সাতির ফলে যে কষ্ট ভোগ করতে হচ্ছে কুম্ভের জাতকদের, এই দুই শুভ যোগের প্রভাবে তা অনেকটাই কেটে যাবে। উন্নতির পথ সুগম হবে। মানসিক চাপ থেকেও মুক্তি পাবেন এঁরা।

Featured article

%d bloggers like this: