24 C
Kolkata

Staff on Holiday: ছুটিতে যাওয়া সহকর্মীকে বিরক্ত করলেই এবার জরিমানা ১ লাখ

অফিসে সহকর্মী ছুটিতে আছেন ? কোথাও গিয়েছেন ? ভুলেও ফোন করবেন না। ধরুন, আপনি একঘেয়ে কর্মজীবন থেকে বিরতি নিয়ে পরিবারের সঙ্গে একান্তে কাটাবার জন্য অফিস থেকে কয়েকদিনের ছুটি নিয়েছেন। কিন্তু দেখা গেল অফিস থেকে ছোটখাট বিভিন্ন ব্যাপারে আপনার কাছে চলে আসছে সহকর্মীদের ফোন। যা এখন দৈনন্দিন জীবনে প্রতিটি সরকারি ও বেসরকারি কর্মচারীর ক্ষেত্রে অহরহ ঘটে থাকে। এর থেকে নিস্তার পাওয়া মানুষের সংখ্যা নিতান্তই কম। কিন্তু এরকম ঘটনার প্রেক্ষিতে এবার কড়া সিদ্ধান্ত নিয়েছে মুম্বইয়ের প্রতিষ্ঠান ড্রিম ইলেভেন। এটি ফ্যান্টাসি স্পোর্টস প্লাটফর্ম।  ড্রিম ইলেভেন জানিয়েছে, ছুটিতে থাকা সহকর্মীকে কোনও কারণে বিরক্ত করলেই তাদের কর্মীদের এক লাখ টাকা জরিমানা করা হবে। কোম্পানি সহ–প্রতিষ্ঠাতা ভাবিত শেঠ বলেছেন, ‘এক বছরে মাত্র এক সপ্তাহ, আপনাকে সিস্টেম ভাঙতেই হবে। আপনি ইমেল, ফোন কল পাবেন না। এই হস্তক্ষেপহীন এক সপ্তাহ আপনাকে বড় পরিসরে কাজ করার সুযোগ দেবে। আমরা কেবল একজনের ওপর নির্ভরশীল নই। তাই কর্মীদের সুন্দর ছুটি কাটানোর অবকাশ দিতেই এই জরিমানার কথা বলা হয়েছে।’‌ 

আরও পড়ুন:  OMR Fraud:৮,১৬৩টি OMR শিটে কারচুপি!নিয়োগ দুর্নীতি নিয়ে দাবি CBI-এর

Featured article

%d bloggers like this: