24 C
Kolkata

Viral News: সত্যিই কি টাকা দিয়েই সুখ কেনা যায় ! কি বলছে অর্থনীতিবিদের গবেষণা

কারোর মতে, জীবনের সুখ-শান্তির জন্য অর্থের প্রয়োজন নেই। আবার কেউ মনে করে, টাকা থাকলেই জীবনে সুখ আসতে পারে। তবে সত্যিই টাকা দিয়ে সুখ কেনা যায় কিনা সেই নিয়ে আজও তর্ক অব্যাহত। সত্যিই টাকা দিয়ে কী সুখ কেনা যায় ? সাম্প্রতিক একটি গবেষণায় সেই ধন্দের কিছুটা হলেও অবসান হয়েছে।

সম্প্রতি একটি গবেষণা প্রমাণ করে দিয়েছে যে টাকাই সুখের আসল চাবিকাঠি। এককথায় সুখ কিনতে জীবনে টাকা লাগেই। এমনই তথ্য দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনেম্যান। প্রবাদপ্রতিম অর্থনীতিবিদ এই বিষয়ে একটি গবেষণা পত্রও প্রকাশ করেছেন। আর সেই গবেষণার মূল তত্ত্ব হল শুধু টাকাই পারে মানুষের জীবনে

সমীক্ষায় দেখা গিয়েছে, কোনও মানুষের কাছে 75 হাজার ডলার অর্থাৎ 62 লাখ টাকা থাকলেই তিনি সবচেয়ে বেশি সুখী হন। তবে আয় বাড়লেও আনন্দ বাড়বে না। কিন্তু নতুন গবেষণায় উঠে এসেছে এক অন্য তথ্য। যেখানে বলা হয়েছে, আয় যত বেশি আনন্দের মাত্রাও তত বেশি হবে। 2010 সালের সেই গবেষণার ফল এতটাই জনপ্রিয় হয়েছিল যে সংশ্লিষ্ট পরীক্ষার ফল দেখে একটি ক্রেডিট কার্ড বিক্রেতা সংস্থা তাদের কর্মীদের মাইনে বাড়িয়েও দিয়েছিল। সেই কোম্পানি কর্মচারীদের ন্যূনতম বেতন 62 লাখ টাকা করেছিল। এমনকী এর জন্য নিজেদের বেতনও কমিয়ে ফেলেন ঊর্ধ্বতনদের কয়েক জন। এখন এই নতুন গবেষণাটি চলতি মাসে ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেসের কার্যপ্রণালীতে প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন:  Sukanya Samriddhi Yojana:কন্যাসন্তান থাকলেই 15 লক্ষ টাকা দেবে মোদী সরকার,কীভাবে পাবেন এই সুবিধা?জানুন

Featured article

%d bloggers like this: