25 C
Kolkata

Viral Video: কাজের ফাঁকে বিমানের মধ্যে দুর্দান্ত নাচ সুন্দরী বিমানসেবিকার

নিজস্ব সংবাদদাতাঃ গতবছর ইন্ডিগো এয়ারলাইন্সের একজন বিমান সেবিকা একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত ভাইরাল হয়ে উঠেছিল যেখানে তাকে দেখা গিয়েছিল জনপ্রিয় শ্রীলঙ্কান গান মানিকে মাগে হিতেতে নাচ করতে। তারপর থেকেই কেবিন মেম্বারদের জন্য এই বিষয়টি অত্যন্ত স্বাভাবিক এবং ট্রেন্ডিং একটি বিষয় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়াতে তারপর থেকেই এরকম ধরনের ভিডিও ভাইরাল হতে শুরু করে। এরকমই, সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি স্পাইসজেট এয়ারলাইন্সের একজন বিমান সেবিকা দেসি বয়েজ সিনেমার ঝক মার কে গানে নাচ করছেন। উমা মীনাক্ষী নামের ওই বিমান সেবিকা প্রথমে এই গানের সঙ্গে লিপ সিনকিং করলেন, তারপর এই গানের সঙ্গে ফাঁকা বিমানের মধ্যেই নাচ করলেন। এই ভিডিওটি বর্তমানে সোশাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হতে শুরু করে দিয়েছে। এই ভিডিওতে একটি ট্রানজিশন আমরা দেখতে পেলাম। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিও শেয়ার করে তিনি লিখলেন, “ভিডিওটি এমন সময় শুট করা হয়েছে যখন এখানে কোনো যাত্রী নেই। আমি আগে থেকে সমস্ত পারমিশন নিয়ে নিয়েছিলাম। কোনরকম সেফটি বিঘ্নিত করা হয়নি। ট্রেন্ডিংয়ের তালিকায় গা ভাসিয়েছি শুধু।”

আরও পড়ুন:  Today Weather Update: বঙ্গের মাঠে খেলার সুযোগ পেল শীত

এই ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। কেবিন মেম্বারদের এরকম ডান্স অনেকেই পছন্দ করছেন। ইতিমধ্যেই প্রায় লক্ষাধিক মানুষ এই ভিডিওটি দেখে নিয়েছেন। ইতিমধ্যেই ২৮০০ লাইক এবং ৭০ টি কমেন্ট পড়েছে এই ভিডিওটিতে। অনেকেই এই বিমানসেবিকার নাচ পছন্দ করেছেন এবং সকলেই বিভিন্ন ধরনের ইমোজি শেয়ার করেছেন। লাভ রিয়্যাক্ট এবং ফায়ার রিয়্যাক্ট এ পুরো ভরে গেছে কমেন্ট বক্স।অনেক মানুষ কমেন্ট করেছেন, ‘ কিউট স্মাইল এবং দারুন নাচ করেছেন আপনি ‘, তারপর অনেকে মনোমুগ্ধকর বলেও অভিহিত করেছেন এই নাচটিকে। গত বছরও এই উমা মীনাক্ষীর একটি ভিডিও বেশ ভাইরাল হয়ে গিয়েছিলো যেখানে আমরা দেখতে পেয়েছিলাম তিনি শ্রেয়া ঘোষালের গান চকা চক গানে নাচ করেছিলেন। সেই ভিডিওটিও এটির মতই বেশ ভাইরাল হয়ে গেছিল।

আরও পড়ুন:  Prabir Chatterjee: চিটফান্ড কাণ্ডে গ্রেফতার প্রবীর চট্টোপাধ্যায়

Featured article

%d bloggers like this: